মানুষ ষড়যন্ত্রের জবাব ভোটে দেবে -সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক
- Updated Jan 03 2024
- / 429 Read
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে নৌকা মার্কার সমর্থনে চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব বলেন, 'আগামী ৭ তারিখ সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। চৌদ্দগ্রামে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই ভোট চাইতে আমি আপনাদের কাছে এসেছি। জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন চৌদ্দগ্রামের মানুষ আমাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করবেন।'
তিনি আরো বলেন, 'আওয়ামী লীগ থেকে বিতাড়িত ও বাহিরে থাকা কিছু নেতা চৌদ্দগ্রামে নৌকার বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে। যারা ষড়যন্ত্র করছে তারা দলীয় আদর্শ লালন করেনা। প্রকৃতপক্ষে তাদের পায়ের তলায় মাটিও নেই। বরং সমগ্র চৌদ্দগ্রামে নৌকা মার্কার জোয়ার বইছে। চৌদ্দগ্রামের ভোটার সহ সাধারণ জনগণ ৭ জানুয়ারি সে সকল ষড়যন্ত্রকারীদেরকে ভোটের মাধ্যমে সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। আমাকে ভোট দিয়ে এমপি বানালে আগামী পাঁচ বছর আপনাদের সেবা করবো'।
চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জসিম উদ্দীন এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দীন সিআইপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য এম. তমিজ উদ্দীন ভূঁইয়া সেলিম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খাঁন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাবেক চেয়ারম্যান একরামুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন খন্দকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান শিপন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মামুন প্রমুখ।
এ সময় চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত